জনতার কলামঃমুক্তিযুদ্ধা জাহেদঃইনি হলেন কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা , তার নাম মাবিয়া খাতুন।
সেই একজন আওয়ামী লীগের নিবেদিত কর্মী। অনেক কষ্ট করেছেন আওয়ামী লীগের জন্য!!
আমরা ছোটবেলা থেকে দেখছি এই মহিলাটা সব সময় বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার কথা বলেন, প্রতিটা সংসদ নির্বাচনে খুব কষ্ট করেন। এবং পাড়ায় পাড়ায় গিয়ে নৌকার জন্য ভোট চান।।
তিনি অনেক দিন থেকে খুব অসুস্থ খুব কষ্টে জীবন যাপন করতেছেন। মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে চলে!!
সেই ১৯৭১ সাল থেকে আওয়ামীলীগে করে আসছে ১৯৭৩ সালে থেকে ইউনিয়ন আওয়ামীলীগের মহিলা নেত্রী ছিলেন অনেক বছর দায়িত্ব পালন করেছেন। আমার এখনো মনে আছে ২০০৮ সালে নির্বাচনের সময় যখন আমাদের ইউনিয়নে আওয়ামীলীগের অবস্থা খুব খারাপ তখন মানুষের পা ধরে ধরে ভোট চাইছেন। এই জন্য স্থানীয় বিএনপির নেতারা তাকে অনেক লাঞ্চনা করে ছিল। শীতকালে তাকে পুকুরের পানিতে ডুবাই রাখছিলো। সেই দৃশ্যটা এখনো চোখে ভাসে।।
এখন আওয়ামীলীগ সরকার ক্ষমতায় দলের হাইব্রিডরা কোটি কোটি টাকার মালিক হয়ে যায় ও ” পাপিয়াদের ” জন্ম হয় । আর যারা দুঃসময়ের কর্মী তারা না খেয়ে থাকেন।
আওয়ামীলীগের সিনিয়র নেতাদের প্রতি অনুরোধ যার সারা জীবন আওয়ামীলীগ করেছেন শেষ বয়সে এসে ভিক্ষা করতেছেন তাদের দিখে একটু নজর দিন,তাদের পাশে থেকে একটু ভালবাসা এবং সহযোগিতা করেন
তারা বেশি কিছু চাইনা দুই বেলা দুই মুটো ডাল ভাত পেলে হয়।।
এই রকম আরো অনেক আওয়ামীলীগের দুঃসময়ের নেতা কর্মী আছে তাদের খোঁজ খবর নেন।
বঙ্গবন্ধুকে যদি ভালবাসেন বঙ্গবন্ধুর কর্মীদের খবর রাখেন।।।।।
বি:দ্র: এরাই আওয়ামী লীগের প্রান। তাদের কষ্টে এই দলের থেকে মানুষের ভরসা নষ্ট হবে, এমনকি স্রষ্টাও নারাজ হবে।
তাই এইসব নিবেদিত কর্মীদের পাশে দাড়িয়ে নিজেদের দায়মুক্ত করুন
সংগৃহীত মুক্তিযুদ্ধা জাহেদ ফেসবুক ওয়াল