শীতের স্মৃতি
কবিঃশেখ আশরাফুল ইসলাম
শীতের এ যে হাওয়া,
নিজেকে খুঁজে ফিরে
আপন করে পাওয়া।
কত কি হারিয়েছি?
কত কি পেয়েছি!
তাই মিলিয়ে দেখছি।
শীতের এ যে হাওয়া
ঘোমটা মুড়ি দিয়ে,
কুয়াশার কাছে যাওয়া।
শীতের এ বরাত দিয়ে
আখ, খেজুর রস
খেয়েছি সেথায় কত যেয়ে!
শীতের এ যে হাওয়া
কত পিঠার মাঝে,
সুখ যে খুঁজে পাওয়া।
শীতের এ যে পরশ
অন্য ঋতু চাইতে,
মোর কাছে সরস।
শীত ঋতুর আনাগোনা
মনে পড়ে মারিয়ে
মাছ ধরেছি কচুরি পানা।
ধরেছি হরেক মাছ
কাঁদা দিয়ে নানা
সেজেছি আবার সাজ।
শুনেছি কত বকুনি
মাকে বলেছি তখনি
আসছি দাঁড়াও এখনি।
মাছ ধরা হয়নি শেষ
বললাম বন্ধুদের যাই,
হয়েছে এখন বেশ বেশ।
ছবি-কবিঃশেখ আশরাফুল ইসলাম এর