সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরা কালিগজ্ঞ সড়কের দুই পাশের দাঁড়িয়ে থাকা রোড সিরিজ নামে খ্যাত গাছ গুলোর উল্লেখযোগ্য অংশ শুকিয়ে যাচেছ বছরের পর বছর সড়কের শোভা বর্ধনকারী পথচারীদের জন্য বিশেষ আশির্বাদ এবং পরিবেশের ভারসাম্য রক্ষাকারী রোড সিরিজ, শিশু,শিল কড়াই গাছ গুলোর শুকিয়ে যাওয়া সর্বপরি মৃত্যুমুখে পতিত হওয়ার বিষয়টি সকল জনসাধারণ, যাএী সাধারণ সর্বপরি উক্ত এলাকাবাসি কে হতাশ করেছে। কেউ কেউ বলছেন অতিরিক্ত লবনাক্ততার কারনে গাছগুলো অকাল মৃত্যু আবার অনেকের বক্তব্য ভিন্ন্য তাদের মতে এক শ্রেনীর জালানি কাঠ সংগ্রহ কারিরা গাছের বড় ছোট ডাল কেটে,গাছের ছাল, উপড়ানোর কারনে গাছের অকাল মৃত্যু ,বছরের পর বছর কালের সাক্ষী হয়ে দ্বন্ড্যয়মান থাকা বৃক্ষ গুলোকে রক্ষা করতে হবে আর এজন্য বন বিভাগ সড়ক ও জনপথ বিভাগ সহ সংশ্লিষ্ট সকল কে দায়িত্বশীল হয়ে গাছ রক্ষায় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন উক্ত এলাকার জনসাধারণ।