বিশেষ প্রতিবেদকঃগোলাপগঞ্জ উপজেলার বাদেপাশায় আরিফুল আহাদ স্মৃতি ফাউন্ডেশনের সৌজন্যে ও শেখ নিদাই সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
১২ ডিসেম্বর শনিবার বাদেপাশা গ্রামে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য এডভোকেট মুজিবুর রহমান।
হাফিজ খছরুজ্জামানের সভাপতিত্বে ও আশিক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শেখ নিদাই সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মনজুর ইসলাম সুবেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর বাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ, হাবিবুল ইসলাম, মুসলেবুর রহমান, কুশিয়ারা পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ রবিউল্লাহ খান, সাংবাদিক জাকারিয়া তালুকদার, রাশেদ আহমদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রহমান, এমাদ আহমদ, জামাল আহমদ, আব্দুল মুকিত, নাহিদুল ইসলাম, মাহবুব আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে এলাকার ৪০০টি পরিবারের মধ্যে কম্বল ও চাদর বিতরণ করা হয়। প্রধান অতিথি শেখ নিদাই সমাজ কল্যণ সংস্থার উন্নয়ন ফান্ডে দুই লক্ষ টাকার অনুদান ঘোষণা করেন।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মুজিবুর রহমান বলেন, শীতার্ত মানুষের পাশে বিত্তবানদের এগিয়ে আসা নৈতিক দায়িত্ব। তিনি দুস্থ অসহায় শীতার্ত মানুষের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
Discussion about this post