স্বপ্নের সোনার বাংলাদেশের শিশু কিশোর, তরুণ প্রজন্ম তথা আগামী প্রজন্মের কাছে শেখ রাসেল এক অনুভূতি ও ভালবাসার নাম। রাসেল একটি মানবিক চেতনার নাম। আজ দেশের আনাচে-কানাচে এক মানবিক সত্তা হিসেবে সবার মাঝে বেঁচে আছেন শেখ রাসেল।
রাসেল আজ বেঁচে থাকলে বাঙালি জাতি একজন মানবিক নেতা, ব্যক্তিত্ব ও আদর্শকে ফিরে পেতেন। রাসেল নেই মানে আজ বিশাল শূন্যতায় ও অনুভবে বাঙালির রক্তক্ষরণ হচ্ছে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার আয়োজনে শেখ রাসেল দিবসের আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে শেখ রাসেল দিবস উদযাপন ও শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান ১৮ই অক্টোবর সকাল ১১টায় সংগঠনের অস্থায়ী কার্যালয় মৌসুমী আবাসিক এলাকার চৈতালি হলে সংগঠনের সভাপতি অধ্যাপক কামরুন্নাহার বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান আলোচক এর বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল বশর।বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাঙ্গুনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ মমতাজ উদ্দিন চৌধুরী। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় মুখপাত্র স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সমাজ কল্যাণ সম্পাদক মোঃ হাসান মুরাদ, সহ সমাজকল্যাণ সম্পাদক মোঃ গোলাম রহমান,সহ-অর্থ সম্পাদক মাসুমা কামাল আখি, শিল্পকলা বিষয়ক সম্পাদক সরিত চৌধুরী সাজু,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী দিল বড়ুয়া জয়ীতা, নৃত্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন, সদস্য রাজা চৌধুরী, নন্দনী চৌধুরী, হানিফ চৌধুরী, শিউলি আকতার, শতরুপা তালুকদার, গোলাম মোস্তাফা, শিল্পী সোমা বড়ুয়া, মৃত্তিকা বড়ুয়া।আলোচনা সভা শেষে সকলে কেককাটায় অংশ নেন।
Discussion about this post