তপু রায়হান রাব্বী,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃময়মনসিংহ জেলায় ১০ টাকা কেজি চাল পাচ্ছে, হতদরিদ্র পরিবার ৩০ কেজি করে ১৬ লাখ পরিবার।‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ময়মনসিংহ জেলায় ১০ টাকা কেজি দরে চাল পাচ্ছে কমপক্ষে ১৬ লাখ পরিবার। চলতি বছরের মার্চ মাস থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে আগামী এপ্রিল মাস পর্যন্ত। হতদরিদ্র এসব পরিবার ৩০ কেজি করে চাল দেয়া হচ্ছে।আজ ১২ই মার্চ রোজ সোমবার দিনমান জেলার গফরগাঁও, ভালুকা ও ত্রিশাল উপজেলায় খাদ্যবান্ধব এ চাল বিতরণ কর্মসূচি পরিদর্শন করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি) ফুড সাইফুল ইসলাম। এ সময় এ চাল বিতরণের কোন ধরণের অনিয়ম হলেই ডিলারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও হুশিয়ারী উচ্চারণ করেন তিনি। সরকার অনুমোদিত ডিলাররা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন স্পটে অতি দরিদ্রদের মাঝে এ চাল বিতরণ করছেন। এ বিষয়ে ময়মনসিংহ জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি) ফুড সাইফুল ইসলাম বিকেলে জানান, ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এ স্লোগান নিয়ে পুরো ময়মনসিংহ জেলায় কার্ডধারী ৩ লাখ ১০ হাজার অতি দরিদ্র পরিবার ১০ টাকা মূল্যে ৩০ কেজি করে চাল পাবে। এ কার্ডধারীদের প্রতি পরিবারে ৫ জন করে সদস্য ধরলে প্রায় ১৬ লাখ পরিবার এ কর্মসূচির সুবিধা ভোগ করবে। এ খাদ্য বান্ধব কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন করতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকা রাখার নির্দেশ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ ।