চট্টগ্রাম নগরীতে নূপুর মার্কেট শ্রমিক লীগ মহান মে দিবস পালন করেছে ।রোববার ১ মে বিকাল ৫টায় নূপুর মার্কেট চত্বরে এক শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।
হেলাল আকবর চৌধুরী বাবর বলেন ১৮৮৬ সালের আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের ম্যাসাকার শহিদদের আত্মত্যাগকে স্মরণ করে মে দিবস পালিত হয়। সেদিন দৈনিক আট ঘণ্টার কাজের দাবিতে শ্রমিকদের হে মার্কেটে জমায়েত হয়েছিল।এতে পুলিশ শ্রমিকদের ওপর গুলিবর্ষণ করলে প্রায় ১০-১২ জন শ্রমিক ও পুলিশ নিহত হয়। তাদের এই আত্মত্যাগের উপর দাঁড়িয়ে আজকের দিনে সারা বিশ্বব্যাপী শ্রমিকদের অধিকারের মে দিবস।
তিনি আরো বলেন, ঐতিহাসিকভাবে সত্য যে শ্রমিকদের ঘামের ওপরেই দাঁড়িয়ে আজকের পুঁজিবাদি বিশ্ব, আধুনিক সভ্যতা, প্রযুক্তির উৎকর্ষতা। তাই সবার আগে শ্রমিকের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে। তাদের শ্রমের মূল্যায়ন করতে হবে। তাদের শ্রমের ঘামের ওপর দাঁড়িয়ে দেশের অর্থনীতি, আপনার আমার প্রতিষ্ঠান। তাই শ্রমিকের ঘাম শুকানোর আগে তাদের পাওনা পরিশোধ করতে হবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন নগর যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, মোর্শেদ আলম, কোতোয়ালী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন জিকু, সাব্বির চৌধুরী, মো. জাহেদ রেয়াজ উদ্দিন, বাজার কর্মচারী সমিতির সভাপতি এসএম নুরুল আব্বাছ, সাধারণ সম্পাদক এম জিন্নাহ, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, এনায়েতবাজার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, জলসা মার্কেট শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ সোহেল প্রমুক ।
সমাবেশে সভাপতিত্ব করেন কোতোয়ালী থানা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দীন ও সঞ্চালনায় ছিলেন নূপুর মার্কেট ইউনিট শ্রমিক লীগ নেতা তোফায়েল মাজেদ।
Discussion about this post