৭১ বাংলাদেশ প্রতিবেদকঃশ্রমিকের বুকের তাজা রক্ত দিয়ে অধিকার আদায়ের গৌরবময় দিন। সারা বিশ্বেই দিবসটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয়। দিবসটি প্রতিষ্ঠার পেছনে রয়েছে শ্রমিকদের রক্তঝরা আত্মত্যাগের ইতিহাস। শ্রমিকদের শোষণ-বঞ্চনার অবসান ঘটার স্বপ্ন দেখার দিন। বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের অনুপ্রেরণার দিন। ১৩৩ বছর আগে ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা শ্রমের উপযুক্ত দাম এবং দৈনিক অনধিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামে। সে সময় আন্দোলনরত শ্রমিকদের ওপর গুলি চালায় পুলিশ। এতে হতাহত হন অনেক শ্রমিক। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে দৈনিক কাজের সময় আট ঘণ্টা প্রতিষ্ঠিত হয়েছিল। এর পর থেকে বিশ্বজুড়ে দিনটি ‘মে দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। বার আউলিয়া শীতল পুর ৮ নাং সোনাইছড়ি সীতাকুণ্ড চট্রগ্রামে ””শ্রমিক মালিক ঐক্য গড়ি-উন্নয়নের শপথ করি”” ,নিরাপদ জাহাজ ভাঙ্গা শ্রমিক সমবায় সমিতির উদ্দ্যেগে র ্যলি ও আলোচনা সভার আয়োজন করা হয় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি মেহনতী মানুষের আস্থাভাজন প্রাণ প্রিয় নেতা ইন্জিনিয়ার মোহাম্মদ শাহিন,বিশেষ অতিথি শ্রমিক নেতা মঈনুদ্দীন মহিন , আনুস্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় ক্রাইম রিপোর্টস সোসাইটির চট্রগ্রাম মহানগর সহ-সভাপতি সাংবাদিক মোঃ নুরউদ্দীন , সভাপতিত্ব করেন সাবেক বন্দর শ্রমিক নেতা আব্দুস সাত্তার ,প্রধান আলোচক মোঃজাকির (ভাই)এতে আরো বক্তব্য রাখেন সাংবাদিক কাঈয়ুম প্রমুক ।
Discussion about this post