বোয়ালখালী প্রতিনিধিঃচট্টগ্রাম বোয়ালখালীতে হযরত শাহছুফী এজলাছুর রহমান আল ক্বাদেরী (রঃ) প্রকাশ খাদেম সাহেব কেবলার ১৮তম বার্ষিক ওরশ শরীফ শনিবার (১১ জুলাই) যথাযোগ্য মর্যাদায় শ্রীপুর দরবার শরীফের অনুষ্ঠিত হয়।
ওরশ শরীফ উপলক্ষ্যে দিনব্যাপী ধর্মীয় কার্যক্রম পালন করা হয়।এতে সকালে রওজা পাকে গিলাফ চড়ানো,বাদে আসর খতমে কোরআন, খতমে গাউছিয়া, শাজরা-এ-আজিজিয়া কাদেরিয়া, বাদে মাগরিব নাতে রাসুল (দঃ), বাদে এশা মিলাদ মাহফিলের অনুষ্ঠান করা হয়।
মিলাদ মাহফিলে সুলতানুল হিন্দ সুন্নী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও খলিফায়ে হাটহাজারী দরবার শরীফ আলহাজ্ব আল্লামা আবদুল করীম আল ক্বাদেরীর সভাপতিত্বে এবং শ্রীপুর দরবার শরীফের সাহেবজাদা মুহাম্মদ হাবিবুর রহমান করীমির সঞ্চালনায় উপস্থিত ছিলেন, শেখ মুহাম্মদ ফোরকান ক্বাদেরী, আব্দুল গফুর, মৌলানা আনোয়ার হোসেন, এস.এম.ইব্রাহীম, মুহাম্মদ আরকানুর রহমান, তোফায়েল আহমদ সহ শ্রীপুর সৈনিক ইমাম শেরে বাংলা পরিষদের সদস্যবৃন্দ। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
Discussion about this post