চট্টগ্রাম নগরীর ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় নালায় পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে। শিশুটির নাম মোঃ কামাল।
সোমবার বিকাল ৪টার দিকে চট্টগ্রামের ষোলশহর এলাকায় মোঃ কামাল নামের ওই শিশু নালায় পড়ে যায়। আর মঙ্গলবার ৩টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটি উদ্ধারে কাজ শুরু করে।
এলাকাবাসী জানান, সোমবার বিকাল ৪টায় ফুটপাত দিয়ে যাওয়ার সময় রাকিব ও কামাল নামের দুই শিশু নালায় পড়ে যায়। পরে রাকিব উপরে উঠে আসে। তবে কামাল উঠতে পারেনি। বিষয়টি নিখোঁজ শিশুর বাবাকে জানানো হয়। তার বাবা মানসিক ভারসাম্যহীন হওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দিতে পারেনি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার বিকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। আমাদের টিম ওই শিশুকে খোঁজাখুঁজি করছে। কিন্তু শিশুটির এখনো খোঁজ পাওয়া যায়নি।




