বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ সিলেট মহানগর শাখার উদ্যোগে এক আলোচনা সভা গত ২৩ জুন বুধবার রাত ৮টায় নগরীর তালতলাস্থ একটি অভিজাত হোটেলের হল রুমে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মহানগর শ্রমিকলীগের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সাধারণ সম্পাদক এম শাহরিয়ার করিব সেলিম বলেন, ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকায় প্রতিষ্ঠিত হয় আওয়ামীলীগ।গণতান্ত্রিক আদর্শের পথ ধরে যাত্রা শুরু করে এ পর্যন্ত ৭২ বছরে পদার্পণ করছে বাংলাদেশের ঐতিহ্যবাহি রাজনৈতিক সংগঠন আওয়ামীলীগের। নানা প্রতিক‚লতা, ষড়যন্ত্রের মাঠঘাট পেরিয়ে জনগণের সুখ-দুঃখের ঠিকানায় পরিণত হয়েছে দলটি।
দলের স্বপ্ন দ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঠিক দিক নির্দেশনায় গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতিকে সার্বিক মুক্তি দিতে ১৯৫৫ সালে দলের কাউন্সিলের মাধ্যমে আন্দোলনের ধারাবাহিকতায় ৬ দফার কর্মসূচিকে এদেশের নেতাকর্মী এগিয়ে নিয়ে ৬৯-এ গণঅভ্যুত্থান ঘটায়। ’৭০-এ জাতীয় পরিষদ নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামীলীগের রাজনীতির মধ্য দিয়ে ১৯৭১ সালে রক্তক্ষয়ি যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। বঙ্গবন্ধু কন্যা, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ আরো সূচারুভাবে এদেশের জনগণের আর্থ উন্নয়নে দেশবাসীর চিন্তাভাবনা কাজে লাগিয়ে উন্নয়ন অর্থনীতিকে এগিয়ে দেয়া হয়েছে। আগামীতে আওয়ামীলীগ এদেশের গণমানুষের অর্থনৈতিক উন্নয়নে আরো গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে তিনির বিশ্বাস।
শাহরিয়ার কবির সেলিম বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সপরিবারকে হত্যা না করলে বাংলাদেশ ৯০ দশকের মধ্যে আধুনিক রাষ্ট্র হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করতো। বঙ্গবন্ধুর মহান আদর্শ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক দিক নির্দেশনায় মহানগর শ্রমিকলীগ আগামী দিনে আরো এগিয়ে যাবে।
মহানগর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজানুর রহমান সেলিমের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন মহানগর শ্রমিক লীগের সহ সভাপতি এডভোকেট আলতাফ হোসেন এপিপি, আব্দুল জলিল লেবু, মোঃ রাসেলুজ্জামান রাসেল, এনামুল হক লিলু, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আহমদ সুমন, সহ সাধারণ সম্পাদক মির্জা আব্দুল হামিদ অভি, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাহীন, সহ সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ, সুপংকর দাশ, অটিস্টিক সংগঠক বিদ্যারতœ রায়, মহানগর ছাত্রলীগের সাবেক নেতা এম দিলু, দলদলি চা বাগান শ্রমিক লীগ সভাপতি মিন্টু দাস, সাধারণ সম্পাদক চাম্টু দাস প্রমুখ।
Discussion about this post