টাঙ্গাইল ব্যুরোঃ টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা পরিষদ নির্বাচনে সংঘর্ষের ঘটনায় আহত আওয়াল(৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গত ৩১ মার্চ নির্বাচনের দিন উপজেলার দপ্তিয়র ইউনিয়নের ভূগোলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিকেল ৪.৩০ ঘটিকায় দুই পক্ষের মধ্যে কথা কাটিতে উত্তেজনার সৃষ্টি হয়। প্রতিপক্ষের হামলায় নিহত আওয়ালের ছেলে আলামিন সাংবাদিকদের জানান, নির্বাচনের দিন বিএনপি, জামাতের কর্মী ভূগোলহাট গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে শাহিনুর(৪০), জলিল উদ্দিনের ছেলে কফিল(৫০), মৃত গনি শেখের ছেলে জকিম(৫২), মৃত খোরশেদের ছেলে শামীম(২৮), পরান শেখের ছেলে জাহিদ (২৫) সহ আরও অনেকে নৌকা ও চশমার সমর্থকদের উপর দেশীয় অস্ত্র দিয়ে আকস্মিক হামলা চালায়। এ হামলার ঘটনায় নৌকা ও চশমার সমর্থক অাওয়াল শুক্রবার সকালে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং আলামিন, জাহিদুল বর্তমানে আশংকামুক্ত। এ সংঘর্ষকে কেন্দ্র করে আ.লীগ কর্মী বাকি বিল্লাহ বাদী হয়ে নাগরপুর থানায় মামলা দায়ের করেছেন। এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আলম চাঁদ সাংবাদিকদের জানান, ভূগোলহাটে উপজেলা নির্বাচন পরবর্তী সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
