বিশেষ প্রতিনিধিঃজুলাই মাসের মধ্যে সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের বকেয়া বেতন ও উৎসব ভাতা পরিশোধের দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে।
সোমবার (১৩ জুলাই ) ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু এক বিবৃতিতে প্রিন্ট ও অনলাইন সংবাদ এবং টেলিভিশন মালিকদের প্রতি এ দাবি জানান।
বিবৃতিতে নেতারা বলেন, বেশির ভাগ প্রিন্ট ও অনলাইন সংবাদ এবং টেলিভিশন কর্তৃপক্ষ এখনও জুন মাসের বেতন বকেয়া রেখেছে।উৎসব ভাতা পরিশোধেরও উদ্যোগ নেয়নি অনেক প্রতিষ্ঠান।
নেতারা বলেন যেসব সংবাদপত্র নিয়ম নীতি লঙ্ঘন করে প্রিন্টভার্সন বন্ধ রেখেছে, তাদের প্রকাশনা চালু এবং বকেয়া বেতনাদি দ্রুত পরিশোধ করতে হবে ।