আব্দুল মজিদঃসাতক্ষীরায় নাশকতার একটি মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীনসহ ১৮ নেতা-কর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রবিবার সাতক্ষীরা জেলা দায়রা ও জজ আদালতের বিচারক সাদিকুল ইসলাম তালুকদার এ আদেশ দেন।
সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক অমল বিশ্বাস জানান, কালিগঞ্জ থানার জিআর ২৯১/১৭নং মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন এবং উপজেলা ছাত্রদলের সভাপতি রবিউল ইসলামসহ ১৮ নেতা-কর্মী নিম্ন আদালতে হাজির হওয়ার শর্তে হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের অন্তর্বর্তীকালিন জামিনে ছিলেন।
জামিনের মেয়াদ শেষ হওয়ায় রবিবার তারা সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের প্রার্থনা করেন। এ সময় বিচারক সাদিকুল ইসলাম তালুকদার তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
সাতক্ষীরা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওসমান গনি বিষয়টি নিশ্চিত করেছেন।
Discussion about this post