৭১ বাংলাদেশ প্রতিনিধিঃতথ্য মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার বলেছেন, মুজিব বর্ষ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর। সরকারী বিভিন্ন দপ্তর বিভিন্ন কর্মসূচী নিয়েছে। এছাড়াও মাননীয় প্রধামন্ত্রী ডেল্টাপ্ল্যান ঘোষণা করেছেন। বেশ কিছু মেগা প্ল্যানের মধ্যে চট্টগ্রামের উন্নয়নেও প্রজেক্ট রয়েছে।
বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম বিভাগীয় ও জেলা প্রশাসন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তথ্য সচিব বলেন, সকল উন্নয়নকাজে সাধারন জনগনের সমর্থন প্রয়োজন। জনগনকে সম্পৃক্ত করার অন্যতম উপায় মিডিয়া। তথ্য মন্ত্রনালয়ের ১৫টি অর্গনাইজেশনের মাধ্যমে আমাদের সকল ভিশন জনগনের মধ্যে ছড়িয়ে দিতে হবে।
বর্তমানে বিটিভি সহ ৩৩ টি চ্যানেল, রেডিও, পত্র-পত্রিকার মাধ্যমে জনগনকে জানাতে হবে। সরকারের উন্নয়নমুলক সকল প্রকল্প প্রচারে মিডিয়াকে সম্পৃক্ত রাখার প্রয়োজন আবশ্যক। চট্টগ্রাম থেকে বেশ কয়েকটি স্বনামধন্য পত্রিকা প্রকাশিত হয় উল্লেখ করে তিনি চট্টগ্রামের উন্নয়ন প্রচারে আঞ্চলিক পত্রিকাকে সম্পৃক্ত রাখার প্রতি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
বিভাগীয় কমিশনার এবিএম আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান।
এসময় সিএমপি কমিশনার বলেন, চট্টগ্রাম মহানগরে অপরাধ নিয়ন্ত্রণে আছে। পুলিশ সদস্যদের প্রচেষ্টায় তা সম্ভব হচ্ছে। একসময় যেসব এলাকায় পুলিশ যেতো না, সেখানে পুলিশ যায়। মানুষের সঙ্গে কথা বলেন থানার ওসিরা। জনগণ পুলিশের কাছে নির্বিঘ্নে তাদের সমস্যা তুলে ধরেন।
উক্ত সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুরুল আলম নিজামীসহ বিভাগীয়, জেলা প্রশাসন ও সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তারাবৃন্দ উপস্থিত ছিলেন।