সততার ঝুড়ি,ঝড়ছে চোখের পানি
আমি অভাবী
তবে শান্তনা অহরহ
কত যে অমিয় বাণী
শুনতে অভাব তাড়নায়
কখন যে বিপদ ঘটে।
দুর্বল,অসহায় হয়েছি গরিব
ঝড়ছে চোখের পানি
অধিকার চেয়ে চেয়ে।
নিঃস্বফল,শূন্য হাতে
অশ্রু চোখে দুঃখ,বোঝা নিয়ে
পতিত,পটল গণনা শেষে।
সত্য কথা তিক্ত লাগে
ন্যায় অধিকার পাব কি
সততার ঝুড়ি হাতে নিয়ে?
কবি-মোঃ তাজ উদ্দীন