কবিতাঃবাল্য বিবাহ রপবতী,গুনবতী স্রষ্টার শ্রেষ্ট দান ,সত্যিই তুমি সুন্দরী প্রিয় নরজাহান। অল্প বয়স মা-বাবার আদরের ধন,বেড়ে ওঠা ছোট্ট মেয়ে হাসি-খুশি সর্বদায় মন। অর্থ,সম্পদ,ভদ্র ছেলে দামী ঘর বর স্বস্তিতে নিঃশ্বাস,শান্তিতে প্রস্তাব মা-বাবার ঘর। ইস,বেড়ে ওঠা আদরের সেই ছোট্ট মেয়ে বুঝেনা কিছ, তবুও সে বিয়ের পিড়েতে। জীবনের স্বপ্ন,লেখা-পড়া ধ্বংস হয় রাতারাতি। দাম্পত্য জীবন,প্রিয় মুখ,প্রিয় হাসি বিবাহ বন্ধনে,অল্প বয়সে মা হবে কত খুশি। নিষ্পাপ,ছোট্ট মেয়ে ভক্তি,সম্মান,সংসার কাঁধে। কত কথা,কত কাজ,ভুল হয় এক রাতে। সংসারের অসহ্য কথা,ওঠে আসে নির্যাতন সময়ে প্রশব ব্যথা যন্ত্রণা ছটফ, পরিশেষে বাল্য বিবাহ মৃত্যুতে নিঃস্বফল পরিতাপে। কবি-তাজ উদ্দীন