বাস্তব কথা,কবি মোঃআবু বকর সিদ্দীকঃ
সত্য কথায় খাবে বাঁশ।
মিথ্যা কথায় পাশ।
সত্য কথা বলতে গিয়ে, হতে হয় যে লাশ।
এই পৃথিবীর ইতিহাসে – ঘাটলে দেখা যায়।
প্রতিবাদী মানুষ গুলোর- জীবন দিতে হয়।
কেমন করে ভালো হবে- সমাজ ব্যবস্তা।
সত্য বাদী লোকের যদি- বন্ধ করে রাস্তা।
সকল বিধি নিষেধ – মানবে যেদিন এই পৃথিবী।
রোগ থেকে মুক্তি পাবে- সকল মানব জাতি।