কবিতা-সম্বল= সততা সত্য প্রকাশ করেছি আমি আঘাত করেছো দুর্বল,অসহায় ভেবে। সত্য প্রকাশ করেছি আমি হিংসা,শত্রুতা লাগিয়েছো চতুর্দিকে। সত্য প্রকাশ করেছি আমি কর্মহীন করতে চেয়েছো সেখানে। সত্য প্রকাশ করেছি আমি হুমকি,ভয় রাতে-আঁধারে যেখানে-সেখানে। সত্য প্রকাশ করেছি আমি ক্ষমতা,পদবী দেখিয়েছো বাহিনী দেখিয়ে। সত্য প্রকাশ করেছি আমি বাক শক্তি রুদ্ধ করেছো সেখানে। সত্য প্রকাশ করেছি আমি বিচ্ছিন্ন করেছো সংগঠন, মেধা,শ্রম ছিল যেখানে। সত্য প্রকাশ করেছি আমি সত্যিই তোমাকে প্রচন্ড ভালবাসি ফিরে আসবে সততার সংগ্রামে। সত্য প্রকাশ করেছি আমি মানুষের ভালবাসা,সম্মান সততায় থাকে যেন অন্তরে স্মরণীয় হয়ে। সত্য প্রকাশ করেছি আমি অভিশপ্ত,ঘৃণীত না হও জনতার আদালতে। সত্য প্রকাশ করেছি আমি একমাত্র সম্বল সততাকে পুঁজি করে ।কবি-তাজ উদ্দীন