টাঙ্গাইল ব্যুরোঃটাঙ্গাইলের নাগরপুর উপজেলার নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। ইসি সুত্রে জানা যায়, আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে এ পরিষদের উপ নির্বাচন। নির্বাচন বিধিমালা ২০১০ এর ১০ বিধি অনুযায়ী উপজেলা নির্বাচন অফিসার উপ- নির্বাচনের তফশীল ঘোষনা করেন। চলতি মাসের ৩০ তারিখ মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। মনোনয়ন পত্র যাচাই বাছাই আগামী ২ জুলাই এবং প্রত্যাহারের শেষ তারিখ ৯ জুলাই। নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কুদরত আলী তার পদ থেকে ইস্তফা দিয়ে গত ৩১ মার্চ অনুুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেন। এর পর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শুন্য ঘোষনা করেন। এদিকে তফশীল ঘোষনার পর এ ইউপির সম্ভাব্য প্রার্থীরা আগাম গনসংযোগে নেমে পড়েছেন। জানা যায় অনেকেই দলীয় সমর্থন পেতে জেলা ও কেন্দ্রীয় নেতাদের কাছে ধর্না দিচ্ছেন। উপ-নির্বাচন সুষ্ঠু ও সকলের কাছে গ্রহনযোগ্য করতে প্রশাসন ব্যাপক প্রচার ও প্রচারনা চালাচ্ছেন।