টাঙ্গাইল ব্যুরোঃটাঙ্গাইলের নাগরপুরে নিজ জন্মস্থান কোনড়া গ্রামে সদ্য প্রয়াত সাবেক সাংসদ খঃ আব্দুল বাতেন স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ ঘটিকায় কোনড়া শেখ রাসেল মিনিষ্টেডিয়ামে তার বিদেহী আত্বার মাগফেরাত কামনায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ স্মরণ সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল- ৬ (নাগরপুর – দেলদুয়ার) আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটু।
টিটু বলেন, সাবেক এমপি বাতেনের বিদেহী আত্বার মাগফেরাত কামনা করেন ও তার রাজনৈতিক জীবনের কিছু স্মৃতিচারণ করেন। এ সময়ে অারও উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম, নাগরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদ, নাগরপুর উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক মোঃ কুদরত আলী, ইউপি চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, দাউদুল ইসলাম, এ্যাড মুলতান উদ্দিন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ন কবীর সহ আ,লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেত্রীবৃন্দ ।
Discussion about this post