বিশেষ প্রতিবেদকঃরায়হানের মায়ের অনশন কর্মসুচিতে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ সংহতি জানিয়েছেন। রোববার (২৫ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় বন্দর বাজার পুলিশ ফাঁড়ির সামনে রায়হানের মায়ের অনশন কর্মসূচিতে সিলেট জেলা বাম গণতান্ত্রিক জোট ও বাসদ সমন্বয়ক আবু জাফর, বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক উজ্জল রায়, সিপিবি সাধারণ এডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ নেতা প্রণব জ্যোতি পাল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি সঞ্জয় দাশ, সাধারণ সম্পাদক সাদিয়া নওশিন, ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক নাবিল এইচ প্রমুখ নেতৃবৃন্দ গিয়ে সংহতি জানান।
বাম গণতান্ত্রিক জোটের পক্ষে জোট ও বাসদ সমন্বয়ক আবু জাফর সংহতি জানিয়ে বলেন, রায়হান হত্যার দীর্ঘদিন পেরিয়ে গেলেও প্রধান অভিযুক্ত আকবর কে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি।
রায়হনের মা কে সন্তান হত্যার বিচার চেয়ে অনশন করা এই দেশে কাম্য হতে পারে না। রায়হান হত্যার সুষ্টু বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত সিলেটবাসী আন্দোলন চালিয়ে যাবার আহ্বান জানান এবং অবিলম্বে আকবরসহ অভিযুক্ত সকলকে দ্রুত গ্রেফতারের দাবি জানান।
Discussion about this post