কবিতাঃসমাজে ওরা কারা
কবিঃশেখ আশরাফুল ইসলাম,
রুদ্ধ শ্বাস ছেড়ে আচমকা সে ঝড়ে
তবু ও ভাঙ্গেনি,মন মননশীল চিন্তা ধারা
জানি আদর্শ আছে হাতটি বাড়িয়ে দাঁড়া।
মননশক্তি ;উন্নত রক্তিম রক্তি
সত্য ওরা শক্তরে করে ভক্তি।
তার মিথ্যা বুলি;
তার জাগিয়ে তুলে দিয়ে আদর্শ তুলি।
তাদের প্রয়োজন অর্থ কলি
এটিই তাদের রং তুলি।
দূর্বলের গিয়েছে বিধাতার কাছে
কখন যে এসে শক্তিরা তাদের ধরে ও মারে।
তা কবু বলার নয়;তা কবু সহ্য নয়
তাদেরি সমাজ করে চলেছে প্রেতাত্মা মত ভয়,
সমাজ পড়ে তাকে সংশয়;
অনিশ্চয়তায় তাতেই ঢেকে রয়।