নাগরপুর প্রতিনিধিঃকরোনা ভাইরাস সংক্রমন রোধে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং সংক্রমন রোধে ঘরে থাকতে হবে।সূত্র জানায় নাগরপুর উপজেলার ১২ ইউনিয়নে করোনায় কর্মহীন, অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত রয়েছে।
এছাড়া সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাড়াতে হবে এবং এগিয়ে আসুন এমনই আকুতি করছেন নাগরপুর উপজেলার ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম।
শনিবার ১৮ এপ্রিল ২০২০, উপজেলার মামুদনগর ইউনিয়নে করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন কালে এ কথাগুলো বলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, মামুদনগর ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, দায়িত্বপ্রাপ্ত অফিসার, ইউপি সদস্যবৃন্দ।