বিশেষ প্রতিনিধিঃসাংবাদিক দুলালের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানাল সীতাকুন্ড অনলাইন প্রেস ক্লাব ও জাতিয় মানবধিকার ইউনিটি,সীতাকুন্ডে তথাকথিত ভাগিনা জয়নাল এর শাস্তি দাবীতে সীতাকুন্ড অনলাইন প্রেসক্লাব এর উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় । ০৮ মার্চ একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় উক্ত সভায় উপস্থিত ছিলেন সীতাকুন্ড অনলাইন প্রেস ক্লাবের এক ঝাক সাংবাদিক ও জাতিয় মানবধিকার ইউনিটির সদস্য বৃন্দ ।
উক্ত সভায় বক্তারা বলেন , আইজিপি শহিদুল হকের তথাকথিত ভাগিনা জয়নাল এর দ্রুত শাস্তি দিতে হবে । তারা যাতে ভবিষ্যতে আর কোনদিন অন্যকোন সাংবাদিকের বিরুদ্ধে আঙ্গুল দেখানোর সুযোগ না পায় । সভায় বক্তারা বলেন এলাকার কিছু খারাপ ছেলে নিয়ে তার রয়েছে রোড ডাকাত বাহিনী। ডাকাতদের কে আশ্রয় প্রশ্রয় দেয়,সে বলে তার মামা সাবেক আইজিপি শহিদুল হক। সীতাকুন্ডের থানা পুলিশ কিছুই করতে পারবে না। রোড় ডাকাতির চার্জশীটভুক্ত একাধিক ডাকাতি মামলার আসামী জনিকে নিয়ে জনশুন্য সাংবাদিক সম্মেলন তারই প্রমাণ। অতিশিগ্রেই জনির বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্হা নেয়ার আহ্বান জানান সীতাকুন্ড অনলাইন প্রেস ক্লাব ও জাতিয় মানবধিকার ইউনিটির সদস্য বৃন্দ ।
Discussion about this post