৭১ বাংলাদেশ প্রতিনিধিঃসাংবাদিক নুর আলমের পিতার মৃত্যুতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি) শোক প্রকাশ করেন । সূত্র জানায় দীর্ঘকাল ধরে সাংবাদিক নুর আলমের পিতা আব্বাস সওদাগর নানান রোগব্যাধিতে ভুগছিলেন ।
সাংবাদিক নুর আলমের পিতা আব্বাস সওদাগর হঠাৎ গত ৫জুলাই রবিবার সকাল ৭ ঘটিকায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মরহুমের প্রথম নামাযে জানাযা টায়গারপাস মামা ভাগিনা মাজার সংলগ্নে এবং দিত্বীয় জানাযা
পূর্ব কধুরখীল,ইমাম নগর,বোয়ালখালী নিজ বাড়ীতে অনুষ্ঠিত হয়।
সূত্র জানায় মরহুমের রুহের মাগফেরাত কামনায় আত্বীয় স্বজন ও এলাকাবাসির জন্য মেজবানের আয়োজন করা হয়।
এতে উপস্তিত ছিলেন উক্ত এলাকার মান্যগণ্য ব্যাক্তি সহ সাকিল, ফয়সাল,কামাল,রবিউল,নূর নবী,আজাদ,ফরহাদ,মামুন,খোকন,সমাজ সেবক,সাংবাদিক সহ আরো অনেকে।
সাংবাদিক নুর আলম মরহুম পিতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন