নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অকাট্য ভাষায় কটুক্তি করার প্রতিবাদে ব্যারিষ্টার মঈনুল হোসেনকে উপযুক্ত শাস্তিদানের দাবীতে যুবমহিলা লীগ চট্টগ্রাম মহানগরের এক মানববন্ধন বিকেল ৪টায় সংগঠনের যুগ্ন আহবায়ক মোশতারী মোর্শেদ স্মৃতির সভাপতিত্বে চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে অনুষ্ঠিত হয়। এতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম মহানগরের সভাপতি সৈয়দ সিরাজুল ইসলাম কমু, বঙ্গবন্ধু শিল্পী গোষ্ঠী চট্টগ্রামের সাধারণ সম্পাদক মোঃ লিফটন, চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগ নেত্রী কানিজ ফাতেমা, ইসরাত জাহান, জিন্নাতারা বেগম, আনজুমান আরা বেগম, রোবসানা আকতার পপি, রহিমা বেগম, জান্নাতুল আরজু হিমু, সোনিয়া আজাদ, শাহীন আকতার, আনোয়ার খন্দকার কলিসহ আরো অনেকে।
সভায় বক্তারা বলেন, একজন দায়িত্বশীল ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পদের দায়িত্ব পালন করেও এভাবে কটি লাইভ অনুষ্ঠানে নারীকে তথা একজন নারী সাংবাদিক সরাসরি কটুক্তি করা কোনমতে মেনে নেওয়া যায় না।এ অশোভন আচরণ সমস্ত নারী সমাজের জন্য অপমানের। আমরা এ বাজে মন্তব্যের জন্য মঈনুল হোসেনকে আইনের আওতায় উপযুক্ত শাস্তি নিশ্চিত করার আহবান জানান। যাতে করে অন্য কেউ এরকম অযাচিত মন্তব্য বা নারীদের অপমান করার সাহস না পায় সেরকম দৃষ্টান্তমুলক বিচার দাবী করেন বক্তারা আরো বলেন আমাদের দেশের অনেক জ্ঞানী ব্যক্তিরা দেশের প্রয়োজনে কথা বলতে পারেনা।
Discussion about this post