জি,এম,আব্দুল মজিদ সাতক্ষীরা প্রতিবেদক : সাতক্ষীরা জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের শ্যামনগর উপজেলায় আগমন উপলক্ষ্যে শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে সুধীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪ টার সময় শ্যামনগর উপজেলা প্রশাসন হলরূমে উক্ত মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সাতক্ষীরা জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনকে শুভেচ্ছা জানানো হয়। এরপর সুধীজনের পরিচয় পর্ব ও তাদের নানা অসুবিধা, সমস্যা, চাওয়া পাওয়ার কথা তুলে ধরে বক্তৃতা শেষে বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক। তিনি তার বক্তব্যে বলেন, আপনাদের সকলের সহযোগিতায় আমি সাতক্ষীরার সকল মানুষের জন্য কাজ করে যেতে চাই, তিনি এসময় সকলের প্রশ্নের উত্তর দেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরূজজামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম খাঁন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী, শ্যামনগর সরকারী মহসিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ তন্ময় কুমার সাহা, উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুল গফুর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেবীরঞ্জন মন্ডল, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নূরজাহান পারভীন ঝর্ণা, আওয়ামীলীগ নেতা স ম আব্দুস সাত্তার, যুবলিগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, শ্রমিকলীগের স ম আব্দুর সালাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি গাজী একরামুল হক লায়েস, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক গাজী সালাউদ্দীন বাপ্পি, যুগ্ম আহবায়ক শেখ আফজালুর রহমান, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সাধারণ সম্পাদক সরদার আমজাদ হোসেন মিঠু, সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকবৃন্দ, পুলিশ, বিজিবি, র্যাব, নৌ বাহিনী, গ্রাম পুলিশ সহ বিভিন্ন প্রশাসনিক বাহিনীর কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ, উপজেলা এনজিও সমন্নয় কমিটির সদস্যবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও গন্যমান্য ব্যাক্তবর্গ।
Discussion about this post