সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে মুক্তিপণের দাবিতে পৃথকভাবে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যু মুকুল ও জাকির বাহিনীর সদস্যরা। সোমবার সকালের দিকে ওই দুই জেলেকে অপহরণ করা হয়।
অপহৃত জেলেরা হলেন-দক্ষিণ কদমতলা গ্রামের ইলাহি বক্সের ছেলে ইব্রাহিম (৩৫) ও হরিনগর গ্রামের হবি মোল্যার ছেলে আবু তাহের (৩০)।
পরিবারিক সূত্র মতে কদমতলা বন অফিস হতে অনুমতি নিয়ে হাতিভাঙা খালে মাছ ধরার সময় মুকুল বাহিনী ৫০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে ইব্রাহিমকে অপহরণ করে।
অপরদিকে ফিরিঙ্গি খালের মুখ হতে আড়াই লাখ টাকা মুক্তি পণ দাবিতে জাকির বাহিনী আবু তাহেরকে অপহরণ করে।
Discussion about this post