টাঙ্গাইল ব্যুরোঃটাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের বিপুল ভোটে নব নির্বাচিত এমপি জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটুকে মন্ত্রী হিসেবে দেখতে চান নাগরপুর দেলদুয়ার সহ সারা টাঙ্গাইল বাসী। যিনি ৩০ ডিসেম্বর বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী এ্যাডভোকেট গৌতম চক্রবর্তীকে পরাজিত করে বিজয় লাভ করেছেন। যিনি একজন সেরা সংগঠক, আওয়ামী লীগের দীর্ঘদিনের একজন পরীক্ষিত ত্যাগী নিবেদিত প্রাণ ও বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব। নাগরপুর ও দেলদুয়ার উপজেলাকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ মুক্ত করার একমাত্র সহসী ভূমিকায় যিনি নিজের জীবন মৃত্যুকে তুচ্ছ করে সামনে এগিয়ে যাচ্ছেন আহসানুল ইসলাম (টিটু)।
টাঙ্গাইলের নাগরপুর-দেলদুয়ার দুই উপজেলায় যার জনপ্রিয়তা রয়েছে আকাশচুম্বী। দুই উপজেলাকে সুসংগঠিত করার আন্দোলনে তিনি আছেন সামনের সাড়িতে। সাধারণ মানুষের অধিকার আদায়ে তিনি একজন নিবেদিত প্রাণ, একজন সফল আওয়ামী লীগ কর্মী, জনবান্ধব এবং আওয়ামী লীগের বারবার পরীক্ষায় পাশ করা একজন লড়াকু সৈনিক। প্রচলিত রাজনৈতিক ধারায় অর্থ কেলেঙ্কারী থাকলেও লোভ লালসার সাগরে না ভাসিয়ে তিনি চলেছেন সত্যের ও ন্যায় নিষ্ঠার পথে। টাঙ্গাইলের নাগরপুর-দেলদুয়ার আওয়ামীলীগের রাজনীতিতে গুণগত পরিবর্তনের মহানায়ক টিটুই।
আ’লীগ সরকারের উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে নাগরপুর ও দেলদুয়ার উপজেলার প্রতিটি ইউনিয়নে আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনকে রেখেছেন ঐক্যবদ্ধ। নাগরপুর-দেলদুয়ারের সুখ দুঃখের কথা এবং তাদের প্রত্যাশিত চাহিদার পূরনে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ নাগরপুর-দেলদুয়ার আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। স্কুল জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন তিনি। রাজনীতিতে সকল অপশক্তির বিরুদ্ধে সোচ্চার একটি নাম আহসানুল ইসলাম টিটু ।
প্রতিটি ক্ষেত্রেই তাঁর আপোষহীণ ভূমিকা ও গতিশীল নেতৃত্বের কারণে তিনি নাগরপুর ও দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও সূধীজনের কাছে সমানভাবে জনপ্রিয় একজন মানুষ। আওয়ামী লীগের দীর্ঘদিনের এ পরীক্ষিত নেতা একজন সফল সংগঠক একজন সফল রাজনীতিবীদ। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি এবং ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) প্রতিষ্ঠাতা সভাপতি। বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন।