চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন নেভাল ক্রসিং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও ছিনতাইকৃত টাকা এবং ছিনতাই কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সাসহ ৪ ছিনতাইকারী গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ছিনতাইকৃত দুই লক্ষ টাকা, ১টি বন্দুক, ৪ রাউন্ড কার্তুজ, ২টি চাপাতি, ১টি ফোল্ডিং চাকু, সিএনজি অটোরিক্সা (রেজিঃ নং-চট্টমেট্টো-থ-১১-২৩৮৫)।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, মোঃ মাকসুদুর রহমান প্রকাশ টিপু (৩০), মোঃ ওয়াহিদুল ইসলাম (২৮), মোঃ জয়নাল (২৮) ও মোঃ ইকবাল হোসেন (২৪)।
বিষয়টি নিশ্চিত করে মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, নেভাল ক্রসিং এলাকায় একজন ব্যক্তিকে ছিনতাইকারী বলে শোর চিৎকার এবং একটি সিএনজিতে ৩ জন ব্যক্তিকে অস্ত্র সহ দ্রুত গতিতে যেতে দেখে ডিবি পুলিশ দল সিএনজিটিকে ধাওয়া করে। এক পর্যায়ে সিআরবি রেলওয়ে হাসপাতাল এর সামনের রাস্তার উপর দ্রুতগামী সিএনজিটিকে ডিবি পুলিশ দল মাইক্রোবাস দ্বারা কৌশলে আটকাতে সক্ষম হয়।
এ সময় সিএনজি থেকে পালিয়ে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করলে সিএনজি ড্রাইভারসহ ছিনতাইকারীদেরকে গ্রেফতার করা হয়।্,