৭১ বাংলাদেশ ডেস্কঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. ইকবাল বাহারকে অতিরিক্ত আইজিপি পদে চলতি দায়িত্ব দিয়ে রাজারবাগে পুলিশ সদর দফতরের টেলিকম অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্টে (টিঅ্যান্ডআইএম) বদলি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে গত ২৬ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ সচিব ধনঞ্জয় কুমার দাস এ বদলির আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মাসুদ উল হাসান। ২০১৬ সালের ১০ এপ্রিল ইকবাল বাহার সিএমপি পুলিশ কমিশনার পদে দায়িত্ব পালন করে আসছিলেন। ১৯৮৯ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন ইকবাল বাহার। এরপর থেকে তিনি পুলিশ সদর দফতরের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) প্রশাসন ও টেলিকম, রংপুর ও রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও ঢাকা ও যশোর জেলায় পুলিশ সুপার হিসেবেও ইকবাল বাহার দায়িত্ব পালন করেছেন। তবে সিএমপি কমিশনার পদে বদলির আদেশ হলেও এখনো ওই পদে কাউকে নিয়োগের আদেশ দেয়া হয়নি বলে জানাগেছে ।