৭১ বাংলাদেশ প্রতিনিধিঃপেঁয়াজ গুদামজাত করে পঁচিয়ে ফেলা হচ্ছে। তারপরেও পেঁয়াজ বাজারে না ছেড়ে কৃত্রিমভাবে পেঁয়াজের দাম বাড়ানো হচ্ছে যার ন্যায় পেঁয়াজের দাম এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
যদিও বিশেষজ্ঞরা বলছেন যে, পেঁয়াজের দাম বাড়তে পারে। কিন্তু লাগামহীনভাবে এভাবে পেঁয়াজের দাম বৃদ্ধি একটি সুস্পষ্ট সিন্ডিকেটের কারসাজি। বিশেষজ্ঞরা বলছেন, যদি পেঁয়াজের সংকট থাকতো তাহলে বাজারে পেঁয়াজই পাওয়া যেতো না।
যখন দ্রব্যমূল্যের দাম বাড়ে, তখন সাধারণ মানুষের ক্ষোভ এবং অসন্তোষ বাড়তে থাকে যার দায় সরকারের ওপর গিয়েই বর্তায়। কারণ বাজার মনিটরিংসহ বাজার ব্যবস্থাপনার দায়িত্ব সরকারেরই। অনেকের মতে সরকারকে সংকটে ফেলানোর জন্যই সিন্ডিকেটরা কারসাজি করে কৃত্রিমভাবে পেঁয়াজের দাম বাড়াচ্ছে।
পেঁয়াজের সঙ্গে সঙ্গে চালের বাজারও অস্থির হয়ে উঠছে। গত এক সপ্তাহে বিভিন্ন রকম চালের দাম কেজিপ্রতি ৬ টাকা পর্যন্ত বেড়েছে। কৃত্রিমভাবে চালের দাম বাড়ানোর ক্ষেত্রে একটি সিন্ডিকেট কাজ করছে বলেও জানা গেছে। সূত্রমতে, পেঁয়াজের পর চালের বাজারও যদি অস্থির করা যায় তাহলে সংশ্লিষ্টদের আরও বেশি বেকায়দায় ফেলা সহজ হবে। এখানেও একটি সিন্ডিকেট কাজ করছে।
বিশেষজ্ঞদের মতে, গৃস্থলীর রান্নার কাজে পেয়াজ কোন অপরিহার্য পণ্য নয়। মানুষ চাইলে কিছু সময়ের জন্য পেয়াজ বর্জন করে সংশ্লিষ্ট সিন্ডিকেটদের একটি উচিত শিক্ষা দিতে পার। কেননা পেয়াজ যেহেতু পচনশীল পন্য সেহেতু যে সকল সিন্ডিকেট পেয়াজের মুজদ করে রেখেছে তারা খুব বেশিদিন সেগুলো সংরক্ষন করতে পারবে না। ধীরে ধীরে রক্ষিত পেয়াজ পচন ধরবে এবং পরিশেষে সেগুলো ফেলে দিতে হবে।
সচতেন মহলের দাবী বিগত কয়েক বছর ধরে কয়েকটি সিন্ডিকেট একযোগে কাজ করছে। তাদের লক্ষ বাজার নিয়ন্ত্রন করা। সিন্ডিকেট গুলো সারা বছর বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পন্য সরবরাহ করে গুদামজাত করে থাকে। তারপর কৃত্রিমভাবে নির্দিষ্ট পন্যের সংকট তৈরী করেন তারা। এরপর সাধারণ মানষদের জিম্মিকরে নিজেদের খেয়ালখুশি মতো পন্যের দাম নির্ধারন করে থাকে। এদের বিরুদ্ধ যথাযথ ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্ত স্থাপন করলে হয়তো আজ এমনটা হতো না। অসাধু সিন্ডিকেটের সাথে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততা রয়েছে বলে অনেকেই মনে করেন।
তবে সরকারের সংশ্লিষ্ট মহলের দাবী বাহির থেকে পেয়াজ রপ্তানী করা হচ্ছে। ইতমধ্যে ৫০টির বেশি এলসি খোলা হয়েছে যার মাধ্যমে তুরস্ক, লেবানন সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পেয়াজ আমদানি করা হবে।