অবিলম্বে সিলেটকে সরকারি ভাবে বন্যা দুর্গত এলাকা ঘোষণা সহ বিভিন্ন ন্যায্য দাবী-দাওয়া বাস্তবায়নের লক্ষ্যে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ২৩ মে সোমবার বিকাল ৩টায় নগরীর কোর্ট পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেছেন, সিলেট অঞ্চলকে স্থায়ী ভাবে বন্যা মুক্ত রাখতে বরাক নদী বরাবর স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে। সিলেটের সুরমা, কুশিয়ারা সহ শাখা-প্রশাখা নদী খনন, ভাঙ্গন প্রতিরোধে পানি সম্পদ মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে হবে। বক্তাগণ বন্যার্তদের মাঝে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী বিতরণ, ক্ষতিগ্রস্ত বন্যার্তদেরকে পুনর্বাসন, নদী-নালা, খাল-বিল, ছড়া খনন করে বন্যার স্থায়ী সমাধান এবং অনতিবিলম্বে নদী ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে সুদমুক্ত কৃষি ঋণ, বিনামূল্যে সার-বীজ ও কীটনাশক প্রদান করতে হবে। নেতৃবৃন্দ বলেন, সরকার প্রশাসনের পূর্ব প্রস্তুতি না থাকায় বন্যায় সিলেট অঞ্চলের মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নেতৃবৃন্দ সিলেট নগরীর মান উন্নয়ন ও নাগরিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে অবিলম্বে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের জোর দাবী জানান। বক্তাগণ এসব দাবী বাস্তবায়নের জন্য সোচ্চার হতে সিলেটবাসীর প্রতি আহবান জানান ।
সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক এম. শফিকুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রুহুল ইসলাম মিঠুর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ, সিনিয়র আইনজীবী শামীম হাসান চৌধুরী, ড. শহীদুল ইসলাম এডভোকেট, বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. হাবিবুর রহমান, সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মাহবুবুর রহমান খালেদ ও জাদুশিল্পী বেলাল উদ্দিন, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, সিলেট বিভাগ গণদাবী ফোরাম সিলেট জেলার সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন,
সিলেট বিভাগ যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিক, বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি আব্দুল লতিফ সরকার, সিলেট বিভাগ জনকল্যাণ সমিতির আহবায়ক প্রিন্স বাহার আহমদ চৌধুরী, যুব সংগঠক আমীন তাহমীদ, গণদাবী নেতা সাবেক মেম্বার ইর্শাদ আলী, রিয়াজ উদ্দিন আহমদ, জাগো সিলেট আন্দোলনের সভাপতি আলাউদ্দিন আলো, সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সেলিম আহমদ, ফটো সাংবাদিক সোহেল আহমদ,
শ্রমিক নেতা শফিক আহমদ, ওসমান গনি, সিরাজ উদ্দিন, মোস্তফা উদ্দিন মান্না, যুবনেতা জাহিদুল হোসেন প্রমুখ।