নারী জাগরণের এক উজ্জ্বল নক্ষত্রের নাম সৈয়দা জেবুন্নেছা হক। সিলেটে এক সময় ছিল নারীরা প্রকাশ্যে রাজপথে মিছিল করতো না। ঘর-সংসার নিয়ে ব্যস্ত থাকতেন। বিভিন্ন রাজনৈতিক দল মহিলা সংগঠনগুলো চলতো পুরুষ রাজনীতিবিদদের পরিবারের সদস্য বা আত্মীয়স্বজন দিয়ে।
স্থানীয় রাজনীতির সেই ধারা বদলে দিয়েছেন সৈয়দা জেবুন্নেছা হক। স্বামী মরহুম বীর মুক্তিযোদ্ধা এনামুল হকের হাত ধরে রাজনীতিতে নামলেও পরবর্তীতে স্থানীয় রাজনীতিতে মহিলাদের সুসংগঠিত করতে তিনি গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করেছেন। স্থানীয় মহিলা আওয়ামী লীগকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যান তিনি। পাশাপাশি সক্রিয় থাকেন আওয়ামী লীগের সকল কর্মসূচীতে।
দলের একনিষ্ট কর্মী হিসেবে দুঃসময়ে রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার পুরস্কার হিসেবে তিনি দুইবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সিলেটের অধিকাংশ মানুষের কাছে ‘ভাবী’ হিসেবে পরিচিত সৈয়দা জেবুন্নেছা হক বৃহত্তর সিলেটের নারী অধিকার আন্দোলন ও রাজনীতির এক জীবন্ত-কিংবদন্তি। বর্ণাঢ্য জীবন যার জড়িয়ে আছে মুক্তিযুদ্ধসহ বাঙালীর প্রতিটি সংগ্রামে।
তাঁর কর্মময় জীবন নিয়ে প্রকাশিত গ্রন্থ ‘জ্যোতির্ময়ী’ পাঠে নতুন প্রজন্ম উপকৃত হবে। গ্রন্থটি সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাঠাগারে প্রদানের জন্য বক্তারা আহবান জানান।