সিলেটের ওসমানীনগরের পূর্ব শত্রুতার জের ধরে প্রবাসীর উপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল ৪টার দিকে ওসমানীনগরের উমরপুরের ইউনিয়নের হামতনপুর এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন হামতনপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে যুক্তরাজ্য প্রবাসী সুমন আহমদ(৪১) ও মৃত গৌছ মিয়ার ছেলে দরাজ মিয়া (৪৫)।বর্তমানে তারা সিলেট এমজি ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত যুক্তরাজ্য প্রবাসী সুমন আহমদের ভাই জুমন আহমদ জানান, একটি জায়গা নিয়ে দুটি পক্ষের মধ্যে বিরোধ ছিল। আমার ভাই সুমন আহমদ ছিলেন মধ্যস্তকারী। শুক্রবার বিকেলে বৈঠক ছিল।
বৈঠক চলাকালে কয়েকজন সন্ত্রাসী অতর্কিতভাবে তার উপর হামলা চালায়,এসময় তাকে বাঁচাতে গিয়ে হামলায় আহত হয়েছেন দরাজ মিয়া ।
Discussion about this post