বিভিন্ন ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত আলোচনা সভা ৪ ডিসেম্বর শনিবার বেলা ২টায় সিলেট নগরীর পুরান লেনে অবস্থিত ৫৩নং সমবায় ভবনস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক এম. শফিকুর রহমান এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল ইসলাম মিঠুর সঞ্চালনায় সভায় নেতৃবৃন্দ বলেন, সিলেটবাসীর বহু প্রতিক্ষিত স্বপ্ন আন্দোলনের মাধ্যমে বাস্তবায়িত হওয়া সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জনবল লোক নিয়োগের নামে যে জঘন্যতম দুর্নীতি কেলেংকারী হয়েছে তাতে সিলেটবাসী হতবাক।
নেতৃবৃন্দ বলেন, এই দুর্নীতির মাধ্যমে বহিরাগতদের মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেয়া হয়েছে। তা অবিলম্বে বাতিল করতে হবে। নিয়োগ দুর্নীতিতে জড়িতদের অনতিবিলম্বে খোঁজে বের করে শাস্তি দিতে হবে। স্থানীয় মেধাবী শিক্ষিত বেকারদের সেখানে চাকুরী দিতে হবে।এই প্রতিষ্ঠান কারো একার নয়,সেজন্য এটাকে কেন্দ্র করে কারো একাধিক দুর্নীতি করে রক্ষা পাবার মতো নয়।
Discussion about this post