বিশ্ব নাট্য দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি সিলেটের উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
২৭ মার্চ দুপুর ২:৩০টায় নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
এরপর একাডেমির চিত্রশালায় আয়োজন করা হয় সংগীত, নৃত্য, আবৃত্তি ও অভিনয়ের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।
আবৃত্তিশিল্পী ফাইজা বাসিসা কোরেশীর নাট্য দিবসের বাণী পাঠের পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
এতে সংগীত, নৃত্য, আবৃত্তি ও একক অভিনয়ে অংশগ্রহণ করেন আনিকা বণিক্য বৃষ্টি, অহনা দাশ পূজা, প্রমি দেব, মনিষা রায় অমি ও দিপন তালুকদার আকাশ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমির প্রশিক্ষণার্থী ফাইজা বাসিসা কোরেশী।
Discussion about this post