টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে দীর্ঘ বছর পর, ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি কর্তৃক অবাধ, শান্তিপূর্ন ভাবে আটোরিক্সা আটোটেম্পু ও সি এন জি শ্রমিক ইউনিনের ত্রিবার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ন হয়েছে।
শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২০, সকাল হতে বিকাল পযর্ন্ত টাঙ্গাইল জেলা আটোরিক্সা আটোটেম্পু সি এন জি শ্রমিক ইউনিয়ন নাগরপুর উপজেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ৪৫ জন প্রার্থী নির্বাচনের অংশ গ্রহনে ১৭ জন প্রার্থী বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে।
সভাপতি পদে সাইদুর রহমান সোহাগ ৫৩৮ ভোট ও সাধারন সম্পাদক মোঃ ঠান্ডু মিয়া ২৯০ ভোট পেয়ে বিজয়ী হয়।
উক্ত কমিটির অন্যান্য মধ্যে কার্য্যকরি সভাপতি মোঃ রিয়াজ উদ্দিন ৪১৫ ভোট, সহ সভাপতি মোঃ জালাল মিয়া ৩২২ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিক মোল্লা ২৯০ভোট, সহ সাধারণ সম্পাদক আঃ সালাম ৩৩৯ ভোট, সাংগঠনিক সম্পাদক মোঃ লালন মিয়া ৩৯৮, কোষাধক্ষ মোঃ শওকত মিয়া ৪২৫, ক্রীড়া সম্পাদক মো জয়নাল মিয়া ৪২৩, প্রচার সম্পাদক সোহেল মিয়া ৩৯০ভোট , দপ্তর সম্পাদক মোঃ শাহিন মিয়া ২৬৩ ভোট, সডক সম্পাদক ৩, রেজাউল করিম মিয়া, মোঃ সোরহাব মিয়া, মোঃ বুদ্দু মিয়া, কার্যকরী সদস্য ৩. মোঃ করিম মিয়া, মো.আলমগীর মিয়া মোঃ শাহ আলম মিয়া, নিবার্চিত হয়েছে।
টাঙ্গাইল জেলা আটোরিক্সা আটোটেম্পু সি এন জি শ্রমিক ইউনিয়ন নাগরপুর উপজেলা শাখায় মোট ভোটার ৯৩৯ জনের মধ্যে ৮৮৫ জন ভোট প্রদান করেন।
