বিশেষ প্রতিনিধিঃচট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে লরীর সাথে কারের সংঘর্ষে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টরসহ একই পরিবারের তিনজন নিহত এবং দুইজন আহত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টার সময় ফৌজদারহাটস্থ বাংলা বাজারের বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো সাইফুজ্জামান মিন্টু (৫০) ও তার দুই মেয়ে তাসরিন (১৩) তাসপিয়া (১৪)।
আহত ন্ত্রী কনিকা বেগম (৩৫) ছেলে মন্টি (৭)। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) হাসপাতালে ভর্তি আছে।
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস ও বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করে।
নিহত সাইফুজ্জামান মন্টু বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডাইরেক্টর বলে জানা গেছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানাযায়, বান্দরবান থেকে ঢাকায় ফেরার পথে উপজেলার বাংলাবাজার বাইপাস সড়কে একটি লরী প্রবেশ করার সময় দুইটি কারের সাথে মুখোমুখী সংঘর্ষ ঘটে। এসময় দুটি কার দুমড়ে মুছড়ে যায়। একটি কারে থাকা এক পরিবারের সদস্যদের মধ্যে দুইবোন ঘটনাস্থলে নিহত হয় এবং আহত তিনজনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে সাইফুজ্জামান মারা যান বলে পুলিশ জানায়।
বার আউলিয়া হাইওয়ে পুলিশের এসআই কাউসার জানান, লরীটি ড্রাইভাইসহ আটক করা হয়েছে। কার দুইটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। অপর কারের ড্রাইভার সুস্থ্য আছেন। আহত নিহতদের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া থানার নিশ্চিন্তপুর গ্রামে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল হক জানান, সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা সাইফুজ্জামানসহ তার স্ত্রী ও ছেলেকে হাসপাতালে আনার পর বেলা ১১টার দিকে সাইফুজ্জানের মৃত্যু হয়। তার মাথায় মারাত্মক আঘাত লেগেছে। স্ত্রী এবং ছেলের অবস্থাও আশংকাজনক।
তাদের হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে নিউরোসার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।