বিএনপির মিটিং চলাকালে দলের ২৫ নেতাকর্মীদের গ্রেফতার করেছে পুলিশ। ১০ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বাসভবনে আয়োজিত মিটিং চলাকালে পাশের রেল গেইট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে আব্বাস, সামসু ও সায়েম নামে তিন জনের নাম জানিয়েছে স্থানীয় বিএনপি। এছাড়া ইছাক চৌধুরীর ভাই নিজাম চৌধুরী ও উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল আলম জহিরকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে বলে জানা গেছে। এবিষয়ে সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ(ওসি) দেলোয়ার হোসেন বলেন, আটককৃতদের মধ্যে যাদের বিরুদ্ধে মামলা আছে তাদেরকে রেখে বাকীদের ছেড়ে দেওয়া হবে।