সীতাকুণ্ড যুবাইদিয়া ইসলামিয়া মহিলা ফাজিল(ডিগ্রী) মাদ্রাসা থেকে এবার সমাপনী ও জেডিসিতে একজন ট্যালেন্টপুলসহ মোট ৮জন বৃত্তি পেয়েছে। ৮ম শ্রেনিতে সাদিয়া আখতার রিক্তা ট্যালেন্টপুলে এবং শারমিন আখতার প্রমি সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এছাড়াও সমাপনি পরীক্ষা (৫ম) শ্রেণিতে সাদিয়া আখতার মীম,তানজিনা নাজনীন প্রমি,সাজিয়া আফরিন, আবিদা সুলতানা, আয়েশা সাদিয়া,এহেসান উল্লাহ সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল কবির জানায় জেডিসি ও সমাপনীতে মোট ৮জন বৃত্তি পেয়েছে। তাছাড়া ২ জন জিপিএ ৫ পেয়েছিল ২জন ছাত্রী।সূত্র জানায় সীতাকু- উপজেলায় যুবাইদিয়া মাদ্রাসাটি প্রতিবারের মত ভাল ফলাফল করে আসছে। এবছর থেকে মাদ্রাসাটি ফাজিল (ডিগ্রী) মানে উন্নিত হয়েছে।