হাবিবুল ইসলাম হাবিব, কক্সবাজার প্রতিনিধি:টেকনাফে বাংলাদেশ সীমান্ত প্রহরী বিজিবি ও মিয়ানমার সীমান্তরক্ষী বিজিপি রিজিয়ন পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। (১৪ অক্টোবর) সোমবার সকাল ১০ টা ১৫ মিনিটে টেকনাফে সমুদ্র সৈকত সংলগ্ন ‘সেন্ট্রাল রির্সোট’ এর সম্মেলন কক্ষে দু’দেশের প্রতিনিধিদলের মধ্যে এ বৈঠক অনুষ্টিত হয়।
বিজিবির তথ্য সুত্রে জানা যায়, বৈঠক অংশ নিতে মিয়ানমারের সীমান্তরক্ষী ১ নম্বর বর্ডার গার্ড পুলিশের ব্রিগেডিয়ার জেনারেল মিন্থ সোয়ে এর নেতৃত্বে সে দেশের ১৪ জনের প্রতিনিধিদল সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে টেকনাফ-মিয়ানমার ট্রানজিট ঘাটে এসে পৌছাঁয়। সেখান থেকে সেন্ট্রাল
রির্সোটে পৌছেঁ বৈঠকে যোগ দেয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাজেদুর রহমানের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল। এই বৈঠকে দুই দেশের সীমান্তে শান্তি সু-রক্ষা বজায় রাখা, মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধ করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। বৈঠকে টেকনাফের ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খানঁ, কক্সবাজারের ৩৪ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল আলী হায়দার আজাদ আহামেদ,রামু সেক্টর ৩০ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল জাহিদুর রহমান ও টেকনাফ ২ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর রুবায়াৎ কবীর প্রমুখ উপস্থিত ছিলেন