সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া বদিকোনা গ্রামের আমেরিকা প্রবাসী সুজন আহমেদ’র ব্যাক্তিগত অর্থায়নে সুজন আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে একশত হতদরিদ্র পরিবারের মাঝে মাহে রমজানের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ মার্চ) বুধবার দুপুর ১২টায় পাড়ুয়া বদিকোনা গ্রামে মাহে রমজানের এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীতে প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি পেয়াজ, ২কেজি আলু ও ১ কেজি লবন দেয়া হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালী যোগ দেন সুজন আহমেদ। এসময় তিনি বলেন, দূর প্রবাসে থেকেও নিজ গ্রামের মানুষের সুখে দুঃখে পাশে থাকতে চাই। গ্রামের হতদরিদ্র পরিবারের জন্য আমার ক্ষুদ্র প্রয়াসে মাহে রমজানের উপহার বিতরণ। ভবিষ্যতে ও নিজের সামর্থ অনুযায়ী মানুষের পাশে থাকব ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহির রায়হান, সাংবাদিক আকবর রেদওয়ান মনা, ফারুক আহমদ, মাওলানা মাজহারুল ইসলাম, মাসুক মিয়া প্রমুখ।
Discussion about this post