মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জঃগাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলীর সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবুল মুনছুর, মেডিকেল অফিসার ডাক্তার রাকিবুল ইসলাম, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রেজিয়া বেগম, পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আ’লীগ আহবায়ক টিআইএম মকবুল হোসেন প্রামানিক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমদাদুল হক বাবলু, ডি ডাব্লিউ সরকারি কলেজের উপাধ্যক্ষ আব্দুল হান্নান সরকার, মহিলা কলেজের উপাধ্যক্ষ নাসরিন সুলতানা, উপজেলা জাপার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, দপ্তর সম্পাদক রাকিব মোঃ হাদিউল ইসলাস, সুন্দরগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক এ মান্নান আকন্দ, উপজেলা আ’লীগ যুগ্ম আহবায়ক সাজেদুল ইসলাম, পৌর আ’লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, গোলাম কবির মুকুল, নাফিউল ইসলাম জিমি, ব্যবসায়ী সমিতির সভাপতি পবিত্র কুমার দত্ত, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমূখ। সভায় বাল্য বিয়ে, মাদক, জুয়া, ছিনতাই, চুরিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
Discussion about this post