মোঃ হযরত বেল্লাল:গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামদেব খবির উদ্দিন মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের দেওডোবা গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে কলেজ ছাত্র নাজমুল ইসলাম সবার অজান্তে নিজ শয়ন ঘরে টুইয়ের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।শনিবার সকালে নাজমুল ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় পরিবারের লোকজন ধাক্কা দিয়ে ঘরের দরজা খুলে দেখতে পায় সে ফাঁসের মধ্যে ঝুলিয়ে রয়েছে। তার মৃত্যুর কোন কারণ জানা যায়নি। নাজমুল চলতি বছর এইচএসসি পরীক্ষা দিত। ইউপি চেয়ারম্যান নজমুল হুদা জানান, মৃত্যুর আগে নাজমুল একটি নোট লিখে রেখে গেছে। সেখানে নাজমুল বলেছে তার মৃত্যুর জন্য কেউ দায়ি নয়। সে তার বাবা-মাকে ছোট ভাই বোনদের ভালভাবে লেখা পড়া করার কথা বলে গেছে। চেয়ারম্যান নজমুল ইসলামের ধারণা সুপ্ত কোন আবেগের কারণে নাজমুল আত্মহত্যা করেছে। থানার ওসি এসএম আব্দুস সোবহান জানান, এ নিয়ে ইউডি মামলা হয়েছে।
Discussion about this post