মোঃ হযরত বেল্লালঃগাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিপিএল ক্রিকেট বাজির ১১ জুয়াড়ির ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। গত সোমবার রাতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী ১১ জুয়াড়ির প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করেছে। এর গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ উপজেলার রামজীবন ইউনিয়নের ডোমেরহাটের একটি হোটেল থেকে বিপিএল ক্রিকেট বাজি চলাকালিন সময় তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার,মাইদুল ইসলাম, জুয়েল মিয়া, জয় কুমার, মানিক মিয়া, মোস্তফা কামাল, মহাব্বত আলী,নয়া মিয়া, মুকুল মিয়া, ভবানীপুর গ্রামের সাজু মিয়া, পশ্চিম পরাণ গ্রামের নাজমুল হোসেন, রামজীবন গ্রামের মিজানুর রহমান। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের হাজির করা হলে প্রত্যেক কে ১ হাজার টাকা করে জরিমানা করা হয় ।