মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)ঃগাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় পাম্পসহ ২টি মেশিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী। জানা গেছে, দীর্ঘদিন থেকে বেলকা গ্রামের কিছু বক্তি অবৈধভাবে তিস্তা নদী হতে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার উপজেলার বেলকা বাজার সংলগ্ন এলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে হরিপুর ইউনিয়নের পাড়াসাদুয়া গ্রামের এক বক্তি কে পাম্পসহ ২টি স্যালো মেশিন জব্দ করে। এসময় বালু ব্যবসায়ী সিন্ডিকেটের সদস্য ও পাম্পসহ মেশিন মালিক কাউকে গ্রেফতার করতে পারেনি প্রশাসন। এলাকাবাসী জানান, দীর্ঘদিন থেকে একটি প্রভাবশালী মহল তিস্তা নদী হতে বালু উত্তোলন করে আসছিল।
Discussion about this post