বিশেষ প্রতিনিধিঃএকুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পৃথক শোকবার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশ বরেণ্য এই সঙ্গীতশিল্পীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, সুবীর নন্দী’র মৃত্যু দেশের সংগীত জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।
শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পাঁচবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই জনপ্রিয় শিল্পী তার কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।
উল্লেখ্য, সুবীর নন্দী ৭ মে, মঙ্গলবার ভোর ৪.৩০ মিনিটে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন সিঙ্গাপুরে অবস্থানরত তাঁর কন্যা ফাল্গুনী নন্দীর স্বামী ডা. রাজেশ সিকদার। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও হার্টের অসুখে ভুগছিলেন।সুবীর নন্দীর মৃত্যুতে রাষ্ট্রপতি ওপ্রধানমন্ত্রীর গভীর শোক প্রকাশ