কবিতাঃকরোনা আতঙ্ক
কবিঃশেখ আশরাফুল ইসলাম
কবিতা লেখা গুলো গিয়েছে থেমে
ইটালির রাজপথ থমকে দাঁড়িয়ে।
ডাকছে হাতে না রেখে হাত,
মৃত্যুপুরী নগরী শুরু টা চীনের
উহান প্রদেশ শেষ টা,
কোথায় হবে জানা নেই শেষ।
মৃত্যুর হাত ছানি নিরব নিস্তব্ধ
প্রকৃতির প্রতিশোধ,
সৃষ্টিকর্তার নীরব বোধদয় এক অবরোধ।
কেউ যেন কারও নয়
মৃত্যু ভয়েই চিন্তাশীল সংকৃত রয়।
নেই কোন বারুদের খেলা,
বন্দুকের গুলির শব্দ,
সৃষ্টিকর্তা যেন আমাদের নোংরামির করেছে জব্দ।
আজ করোনা শব্দে আতঙ্কিত আমরা।